History

উত্তর বঙ্গের ইতিহাস সমৃদ্ধ প্রাচিন জনপদ রাজশাহীর বাগমারা, পুঠিয়া, দুর্গাপুর ও নাটোর উপজেলা মোহনায় পাঠান জায়গীরদার তাহের খানের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক তাহেরপুরে ১৯৬৭ খ্রিষ্টাব্দের মার্চে মাসের ০২ তারিখে সকাল ১১ ঘটিকায় বঙ্গের ইতিহাস খ্যাত রাজা কংস নারায়ণের সু-উচ্চ প্রাচির বেষ্টিত রাজ প্রাসাদে তাহেরপুর কলেজের আত্মপ্রকাশ ঘটে। এলাকার বিদ্যোৎসাহী ব্যাক্তিদের সর্বাত্মক প্রচেষ্টা ও অকৃত্রিম আন্তরিকতায় গড়ে উঠেছে আজকের এই অন্যতম শ্রেষ্ঠ মহিরুহরুপী বিদ্যাপাঠ। অত্র এলাকার সর্বস্তরের জনগোষ্ঠির সন্তানদের শিক্ষার তাগিদে তৎকালীন বিদ্যানুরাগী ব্যাক্তিদের উদ্যোগে তাহেরপুর কলেজটি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন তাহেরপুর হাইস্কুলের প্রধান শিক্ষক জনাব নূও মুহাম্মদ খাঁ,শ্রীপুর ইউপি চেয়ারম্যান মরহুম খন্দকার আফছার আলী, কিসমত গনকৈড় ইউপি চেয়ারম্যান মরহুম দায়েম উদ্দিন সরকার,নওপাড়া ইউপি চেয়ারম্যান মো: নাছির উদ্দিন সরদার (নাছু সরদার), শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান মরহুম নমির উদ্দিন এবং সাবেক চেয়ারম্যান মো: আয়ুব আলী,গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান মো: ইসমাইল হোসেন প্রাং এবং সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম রেফাজ উদ্দিন সরকার, মথুরাপুর নিবাসী মাষ্টার শহীদ চয়েন উদ্দিন শাহ্, স্থানীয় স্বর্গীয় বাবু নব কুমার শাহা, বাবু তেজেশ চন্দ্র রায়, বাবু মনি রায়, শ্রীযুক্ত বাবু নারায়ন চন্দ্র সাহা, শহীদ মাষ্টার রহিম উদ্দিন শাহ্, নবীর উদ্দিন প্রাং, মরহুম মাষ্টার রিয়াজ উদ্দিন সরকার, মরহুম ইয়াছিন আলী সরদার, তৎকালীন তহশীলদার মো: খাইরুল আলম এবং জনাব শাহ মো: জাফরুল্লাহ (প্রতিষ্ঠাতা অধ্যক্ষ) ০১.০৬.১৯৬৭-০৫.০৯.১৯৭০ ইং সহ অত্র এলাকার বিদ্যানুরাগী ব্যাক্তিবর্গেও সরাসরি উদ্যোগে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু। তদানীন্তন যে সকল বিদ্যানুরাগী মহোদয়গণের অক্লান্ত প্রচেষ্টায় তাহেরপুর কলেজ প্রতিষ্ঠা হয়েছিল অবনত মস্তকে আমরা তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। নিম্নে তাঁদের নাম লিপিবদ্ধ করা হলো।

প্রথম এডহক কমিটি

সদস্যদের নাম ও পদবী:

১। ডেপুটি কমিশনার, রাজশাহী-সভাপতি, ২।মি. এ.এইচ.এম. কামারুজ্জামান, এম,এন,এ-সদস্য, ৩। মি. দায়েম উদ্দিন সরকারÑসহ সভাপতি, ৪। মি. খন্দকার আফসার আলী-সদস্য, ৬। শ্রী নব কুমার সাহা-সদস্য, ৭। মি. রেফাজ উদ্দিন সরকার-সদস্য, ৮। এস.ডি.ও সদর রাজশাহী- সম্পাদক।
জাতীয় চার নেতার অন্যতম তৎকালীন মাননীয় এম.এন.এ শহীদ এ,এইচ,এম কামারুজ্জামান এর সার্বিক তত্ত¡াবধায়নে ও তৎকালীন পূর্ব পাকিস্তানের সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী মরহুম হাবিবুর রহমান ও তার সহধর্মিনীসহ আরো অনেক বিদ্যানুরাগী ব্যাক্তিদের আর্থিক সহযোগিতায় অত্র কলেজের প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সময়ের ব্যবধানে এবং বিভিন্ন প্রয়োজনীয় কার্যক্রমের মাধ্যমে অদ্যকার সমৃদ্ধ তাহেরপুর কলেজটি পূর্ণাঙ্গ রুপ লাভ করে।